Cvoice24.com

৬ দিন পর সচল সিলেটের ওসমানী বিমানবন্দর

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ২৩ জুন ২০২২
৬ দিন পর সচল সিলেটের ওসমানী বিমানবন্দর

ছবি: সংগৃহীত

নেমে গেছে বন্যার পানি, টানা ছয় দিন বন্ধ পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে যথারীতি ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট আসা-যাওয়া করেছে। এছাড়া একটি ফ্লাইট ম্যানচেস্টারের উদ্দেশ্য ছেড়ে যায়। পাশাপাশি সিলেট-ঢাকা রুটে একাধিক ফ্লাইট আসা-যাওয়া করেছে।

বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ জানান, আজ বৃহস্পতিবার থেকে ওসমানী বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। বিমান চলাচলে কোনো সমস্যা নেই। রানওয়ে থেকে পানি নেমে যাওয়ায় নির্বিঘ্নে বিমান চলাচল শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগে রানওয়েতে বন্যার পানি উঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

সর্বশেষ

পাঠকপ্রিয়