Cvoice24.com

নিষিদ্ধকরণের পরও জোর করে পদ্মা সেতু পার হওয়ার চেষ্টা বাইকারদের

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ২৭ জুন ২০২২
নিষিদ্ধকরণের পরও জোর করে পদ্মা সেতু পার হওয়ার চেষ্টা বাইকারদের

ছবি: সংগৃহীত

বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে বাইক নিষিদ্ধ করেছে সরকার। অথচ নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই জোর করে পদ্মা সেতু পার হওয়ার চেষ্টা করছেন বাইকাররা। এ সময় তাদের বিক্ষোভও করতে দেখা গেছে।

সোমবার (২৭ জুন) সকালের দিকে সেতু পার হতে না দিলে বাইকাররা টোল প্লাজা বন্ধ করে দেয় ফলে কোনো গাড়ি চলাচল করতে পারছে না।

বাইকাররা দাবি করছেন, নিষেধাজ্ঞা সম্পর্কে তারা জানতেন না। না জেনে বাইক নিয়ে এসে আটকা পড়েছেন।  এ সময় অনেককেই পিকআপ ভ্যানে করে বাইক নিয়ে যেতে দেখা গেছে।

কথা হলে তারা জানান, বাইক নিয়ে সেতু পার হতে পারছেন না তারা। কিন্তু ওপারে যেতেই হবে। এজন্য পিকআপ ভ্যানের আশ্রয় নিয়েছেন। সেতু পার করে ওপারে বাইকগুলো নামিয়ে দেওয়া হবে।

বাইক প্রতি কত নেওয়া হচ্ছে? জানতে চাইলে একজন জানান, প্রতি বাইকের জন্য ৪০০টাকা করে দিতে হচ্ছে।

এদিকে বিক্ষোভরত বাইকারদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে হাইওয়ে ঢাকা রেঞ্জের পুলিশ। এ সময় অনেক বাইকারকে পুলিশের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেছে।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়