Cvoice24.com

প্রাথমিকের শিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকাদান শুরু ১১ আগস্ট 

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ৭ আগস্ট ২০২২
প্রাথমিকের শিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকাদান শুরু ১১ আগস্ট 

ফাইল ছবি

করোনা থেকে সুরক্ষায় প্রাথমিকের শিক্ষার্থীদের তথা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের আগামী ১১ আগস্ট থেকে পরীক্ষামূলক টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

রোববার (৭ আগস্ট) দুপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২২ উপলক্ষে নিপসম অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষামূলক টিকা কার্যক্রম শেষে আগামী ২৬ আগস্ট এসব শিশুদের টিকা কার্যক্রম পুরোদমে শুরু হবে।

তিনি বলেন, আজ ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের বিশেষভাবে তৈরি ১৫ লাখ টিকা এসেছে। সবমিলিয়ে শিশুদের টিকাদানে আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছি।

এর আগে গত মাসের শেষের দিকে এই টিকা কার্যক্রম শুরুর কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু টিকা পেতে বিলম্ব হওয়ায় তা পেছাতে হয়। পাঁচ বছরের বেশি এসব শিশুর টিকার কর্ক কমলা রঙের, সিরিঞ্জও স্বাভাবিকের চেয়ে আলাদা বলে জানিয়েছেন টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. শামসুল হক।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিকের শিক্ষার্থী ছাড়াও সারা দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুর সংখ্যা ২ কোটি ২০ লাখের মতো।েএজন্য চলতি বছরের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে ৪ কোটি ৪০ লাখ টিকার চাহিদা পাঠায় সরকার। তারই ধারাবাহিকতায় গত ৩০ জুলাই ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা পাঠায় ডব্লিউএইচও। 

-সিভয়েস/পিবি

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়