Cvoice24.com

উত্তরায় গার্ডার দুর্ঘটনা: ক্রেনচালকসহ গ্রেপ্তার ৯

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ১৮ আগস্ট ২০২২
উত্তরায় গার্ডার দুর্ঘটনা: ক্রেনচালকসহ গ্রেপ্তার ৯

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার চাপায় পাঁচজন নিহতের ঘটনায় ক্রেনের চালকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের মধ্যে ক্রেনের চালকের সহকারী এবং নিরাপত্তায় নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীও রয়েছেন।

র‌্যাব জানিয়েছে, তাদের ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরার জসীমউদ্‌দীন মোড়ে প্যারাডাইজ টাওয়ারের সামনের সড়কে ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ ৫ জন নিহত হন। এতে আহত হন আরও দুজন।

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ক্রেনের চালক, সহকারীসহ সেখানে নিরাপত্তার জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীরা। ক্রেনের চালকসহ ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ওই রাতেই মামলা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়