Cvoice24.com

অবসরের পরও আইজিপিকে পুলিশ পাহারার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ২৯ সেপ্টেম্বর ২০২২
অবসরের পরও আইজিপিকে পুলিশ পাহারার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ

আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। নিরাপত্তাজনিত কারণে অবসরের পরও তার সঙ্গে ও বাড়িতে সার্বক্ষণিক পুলিশ পাহারার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শফিকুল ইসলামের সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বেনজীর আহমেদের অবসর প্রস্তুতিজনিত ছুটিকালে তার বাড়িতে এবং সঙ্গে একটি গাড়িতে সাদা পোশাকে অস্ত্রধারী নিরাপত্তারক্ষী মোতায়েনে ব্যবস্থা নিতে হবে।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়