Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

ইভিএম প্রকল্প বাতিলের কারণ জানালেন প্রধানমন্ত্রী 

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ২৪ জানুয়ারি ২০২৩
ইভিএম প্রকল্প বাতিলের কারণ জানালেন প্রধানমন্ত্রী 

ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সরকার মানুষের জন্য অতি প্রয়োজনীয় প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। এখন অগ্রাধিকার হচ্ছে মানুষের খাদ্য ও চিকিৎসা সহায়তা।

আগামী জাতীয় নির্বাচনের জন্য ২ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনতে নির্বাচন কমিশনের পাঠানো প্রকল্পটি পরিকল্পনা কমিশন থেকে বাদ দেওয়ার কারণ তুলে ধরে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দিক নির্দেশনা দিতে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি সংবাদপত্রে দেখলাম, আমাদের বিরোধী দলের একজন বলেছেন, ইভিএম প্রকল্পের জন্য ৮ হাজার কোটি টাকা লাগবে। কাজেই সেটা নির্বাচন কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে। তার মানে বাংলাদেশ আর্থিক সংকট চলছে। আর্থিক সংকট অবশ্যই বিশ্বব্যাপী আছে, কিন্তু আমাদের এমন অবস্থা এখনো হয়নি যে, এখনি চলতে পারবো না। কিন্তু আমাদের কাছে এখন অগ্রাধিকার হচ্ছে মানুষের খাদ্য ও চিকিৎসা সহায়তা।

সর্বশেষ

পাঠকপ্রিয়