Cvoice24.com

বাতাস দূষণে নবম হল ধুলোর শহর ঢাকা 

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ০৯:১৬, ১৮ সেপ্টেম্বর ২০২৩
বাতাস দূষণে নবম হল ধুলোর শহর ঢাকা 

বড় শহর ছাড়াও ছোট শহরেও বাড়ছে বায়ু দূষণ। নানা কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে আর তারই প্রভাব পড়ছে এই সৌরলোকের নীল গোলকে।  তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশের রাজধানী ঢাকাও। আজ ঢাকার বাতাসের স্কোর রয়েছে ১০৮। বৃষ্টি হলেও ঢাকার বায়ুমানে তেমন কোনো পরিবর্তন হয়নি।

দূষণের দিক থেকে অস্বাস্থ্যকর নগর ঢাকা। দূষণের মাত্রায় ৯তম স্থানে বসলো ঢাকা। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার বাতাসের স্কোর রয়েছে ১০৮। 
 
এ সময় বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৫৮ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। আবার ১৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং, তৃতীয় স্থানে রয়েছে ১৫১ স্কোর নিয়ে চীনের সাংহাই।
 
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করে থাকে প্রতিনিয়ত।
 
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এদিকে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
 
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর। 


 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: