Cvoice24.com

এবার গাউসুল আজম মার্কেটে আগুন

সিভয়েস২৪ ডেস্ক
১৭:১৮, ২ মার্চ ২০২৪
এবার গাউসুল আজম মার্কেটে আগুন

রাজধানীর নিউমার্কেট এলাকার গাউসুল আজম মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

শনিবার (২ মার্চ) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এই তথ্য জানান।

তিনি জানান, নিউমার্কেট গাউসুল আজম মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ডের সংবাদে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।