Cvoice24.com

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১০:১১, ৮ জুলাই ২০২৪
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে রায়পুরা উপজেলার মেতিকান্দা রেলস্টেশনের আওটার খাকচন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পাঁচটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চিটাগাং মেইল ট্রেন নয়তো তূর্ণা ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছেন। তবে তারা ট্রেনের যাত্রী নাকি পথচারী তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না স্টেশন কর্তৃপক্ষ। নিহতদের সবাই পুরুষ। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নরসিংদী স্টেশন মাস্টার এটিএম মুসা। 

তিনি জানান, ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছে। রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থলে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: