চট্টগ্রামে আন্দোলনে আহত আরো এক কিশোরের মৃত্যু
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত হওয়া সাইফুল ইসলাম নামে আরেক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এই কিশোরের মৃত্যু হয়।
গত ৪ আগস্ট চট্টগ্রামে আন্দোলনে গিয়ে সে মাথায় গুরুতর আঘাত পেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হরে তাঁকে ঢাকায় সিএমএইচে স্থানান্তর করা হয়।
নিহত সাইফুল ইসলাম উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মধ্যম কৌশলাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। নিহত সাইফুল দাগনভূঞা উপজেলার দরবেশহাট ফাজিল মাদ্রাসার দাখিল শ্রেণির ছাত্র ছিল। ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ার পর সে নিয়মিত রাজপথে মিছিল-মিটিংয়ে অংশ নিত।
কিশোর সাইফুলের বাবা আলতাফ হোসেন বলেন, গত ৪ আগস্ট চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় তাঁর ছেলে। এ সময় সে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় মাথায় গুরুতর আঘাত পায়। ঘটনার পর প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।