Cvoice24.com

সফল করতে বিশিষ্ট ওলামা মাশায়েখদের আহ্বান
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন মঙ্গলবার

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩, ৩ নভেম্বর ২০২৪
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন মঙ্গলবার

ওলামা মাশায়েখ বাংলাদেশের আহ্বানে আগামী মঙ্গলবার সকাল ৯ টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দাওয়াত ও তাবলীগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

সংগঠনের মিডিয়া বিভাগের সমন্বয়ক মাওলানা ফজলুল করীম কাসেমী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের সর্বস্তরের আলেম ওলামা ও আপামর তাওহীদি জনতাকে দলে দলে যোগদান করার আহ্বান জানিয়েছেন মহাসম্মেলনের আহ্বায়ক ও বিশিষ্ট ওলামা-মাশায়েখরা।

তাঁরা হলেন আল্লামা শাহ্ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কাসেমী, হাটহাজারী, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, আল্লামা আব্দুল রহমান হাফেজ্জী, আল্লামা নুরুল ইসলাম, আদিব সাহেব হুজুর, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশিদুর রহমান, আল্লামা শাইখ জিয়াউদ্দিন, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা আরশাদ রহমানি, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা মুস্তাক আহমদ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মুফতি মনসুরুল হক, মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: