Cvoice24.com

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলনে মানুষের ঢল
মাওলানা সাদ তওবা না করলে বাংলাদেশে আসতে দেয়া যাবে না : বাবুনগরী

নিউজ ডেস্ক, সিভয়েস২৪

প্রকাশিত: ১৪:৪৫, ৫ নভেম্বর ২০২৪
মাওলানা সাদ তওবা না করলে বাংলাদেশে আসতে দেয়া যাবে না : বাবুনগরী

যতদিন মাওলানা সাদ তার গোমরাহী বক্তব্য থেকে তওবা না করবেন, ততদিন তাকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখ বাংলাদেশের আয়োজনে ইসলামী মহাসম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সম্মেলনে আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজত নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

দাওয়াত ও তাবলীগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখদের আহ্বানে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ওই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮ টায় সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমাদ কাসেমী। শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারীর কালামুল্লাহ তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কর্যক্রম শুরু হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। 

লিখিত বক্তব্যে আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘দাওয়াত ও তাবলিগের মেহনত উম্মতে মুহাম্মদীর ওপর আল্লাহ প্রদত্ত দায়িত্ব। ওলামায়ে কেরামের দাওয়াতের মাধ্যমেই আজ পুরো বিশ্বের প্রতিটি প্রান্তে  কুরআন ও সুন্নাহর সহীহ বাণী পৌঁছেছে। আলোকিত হয়েছে সারা বিশ্ব।  দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে খালেকের সাথে মাখলুকের তায়াল্লুক সৃষ্টি করে দেয়া। আত্মভোলা মানবজাতিকে সঠিক পথের দিশা দেয়া। এই দায়িত্ব আমার আপনার এবং উম্মতে মুহাম্মদী সকলের। এই দায়িত্ব পালনের জন্যই মাওলানা ইলিয়াস রহ. তাবলীগের কাজ শুরু করেছেন।’

আল্লামা বাবুনগরী আরো বলেন, ‘দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বী মাওলানা সাদ বিভিন্ন সময়  কুরআন, হাদিস, ইসলাম, নবী-রাসুল, নবুওয়ত, সাহাবায়ে কেরাম এবং শরয়ী মাসআলা-মাসায়েল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তার বক্তব্যগুলো কুরআন-সুন্নাহবিরোধী, যা মেনে নেয়া যায় না।’

এদিকে বিশ্ব ইজতেমার ব্যাপারে ওলামা-মাশায়েখরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারীদের পক্ষে মাওলানা মাহফুজুল হক। তিনি বলেন, ‘এবারও দুই পর্বে ইজতেমা হবে। কিন্তু সাদপন্থিরা তাতে অংশ নিতে পারবেন না। এমনকি মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না।’

সম্মেলনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক আরো বলেন, ‘বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে। আমরা কোনোভাবেই সেটি হতে দেবো না। তাদের সমস্ত ষড়যন্ত্র যেকোনো মূল্যে আমরা ব্যর্থ করে দেবো।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো। আপনাদের মনে রাখতে হবে, ছাত্রজনতার আন্দোলনে অনেক ওলামায়ে কেরাম শাহাদাতবরণ করেছেন। আমরা শাপলা চত্বরে জীবন দিয়েছি। আওয়ামী জালিম সরকারের অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি।’

মাহফুজুল হক বলেন, ‘বিশ্ব ইজতেমা নিয়ে আজকের সম্মেলন থেকে ওলামায় কেরামের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হবে, সরকারকে সেই নির্দেশনা মানতে হবে। এর বাইরে কারও সিদ্ধান্ত তৌহিদী জনতা মেনে নেবে না।’

সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ (পীর মধুপুর) বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে সরকার দুই পক্ষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চাইছে। আমি বলবো- কিসের পরামর্শ, এই সম্মেলন থেকে যে সিদ্ধান্ত আসবে, সরকারকে এটাই বাস্তবায়ন করতে হবে। ভিন্ন কোনো চিন্তা করলে পরিস্থিতি ভয়াবহ হবে।

ইসলামী মহাসম্মেলনে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আলেম–ওলামা জড়ো হন ভোর থেকে। মঙ্গলবার সকাল ৮টায় সম্মেলন শুরু হয়। শেষ হয় বেলা সোয়া একটার দিকে। সম্মেলনে মানুষের ঢল নামে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: