বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৩১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৩১তম সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইউজিসি মনোনীত সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. ফরিদ উদ্দীন আহমদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর রনজিত কুমার দে, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অজিত কুমার দাশ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতার এবং ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ উপস্থিত ছিলেন।
সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী, একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী, ফাইন্যান্স কমিটির কার্যবিবরণী এবং বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের একাডেমিক ক্যালেন্ডার অনুমোদন করা হয় ।
সভায় সিন্ডিকেট সদস্যগণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছেন ।
সিভয়েস/প্রেসবিজ্ঞপ্তি/এমএইচ
সিভয়েস প্রতিবেদক