Cvoice24.com


পর্যটক মুখরতায় ‘মুন ব্রিজ’

প্রকাশিত: ১৩:১৪, ১৮ ডিসেম্বর ২০১৮
পর্যটক মুখরতায় ‘মুন ব্রিজ’

যেনো- 'চাঁদ নেমে এসেছে জলে!' ছবি দিকে তাকালে এক পলকে সত্যি সত্যি চাঁদই মনে হবে! মূলত: এটি একটি সেতু। দেখতে চাঁদের মতো বলে এর নাম ‘মুন ব্রিজ’। ইতালির কোমাচিনো শহরে অর্ধচন্দ্রাকৃতির সেতুটি নজর কাড়ে সব পর্যটকের।

রোমান সাম্রাজ্যের অন্যতম নিদর্শন মুন ব্রিজ তৈরি হয়েছে পথচারীদের পারাপারের জন্য। এতকাল পরেও এটি টিকে আছে স্বগৌরবে, ইতিহাসের সাক্ষী হয়ে।

পাথর দিয়ে তৈরি এ সেতুর পুরোটাই ধনুকের মতো বাঁকানো। এতই বাঁকা যে এর নিচের দিকে তৈরি হয়েছে একটি অর্ধেক চাঁদের আকৃতি। সন্ধ্যার দিকে শহরের অন্যান্য স্থানের মতো সেতুটির নিচেও আলো জ্বলে ওঠে, রয়েছে কৃত্রিম লাইটনিং এর ব্যবস্থা।

বাতি জ্বলে উঠলেই স্বচ্ছ জলে ‘মুন ব্রিজ’ খুঁজে পায় স্বীয় নামের অনন্য সৌন্দর্য। রঙ ও ঢং-এ চন্দ্রের সঙ্গে মিল থাকায় দূর থেকে যেকোনো পথচারীর কাছে মনে হবে জলে ভেসে থাকা এক রূপবতী চাঁদ। যেখানে উপচে পড়ছে তার ভরা যৌবন।

সিভয়েস/এস.আর

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়