Cvoice24.com


প্রত্যাশার বিরাট বোঝা নিয়ে এবারের বিজয় এসেছে : বাদল (ভিডিওসহ)

প্রকাশিত: ১১:০১, ৩ জানুয়ারি ২০১৯
প্রত্যাশার বিরাট বোঝা নিয়ে এবারের বিজয় এসেছে : বাদল (ভিডিওসহ)

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সাংসদ মইনউদ্দীন খান বাদল নির্বাচনে বিজয়ের পর সিভয়েসের কাছে দেয়া একান্ত সাক্ষাতকারে নির্বাচনের পর দায়িত্বগ্রহণ ও জনগণের প্রত্যাশা সম্পর্কে কথা বলেছেন।

তিনি বলেন, এই জয়টা দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আমি নির্বাচনের পরবর্তী দুই দিন এটা নিয়েই ভাবছিলাম। একটানা তৃতীয়বারের মত সংসদ সদস্য হিসেবে থাকার উদারহরণ ভারতীয় উপমহাদেশে শুধু জওহরলাল নেহরুর। এর আগে প্রায় দুশো বছর ব্রিটিশ পার্লামেন্ট একটা উদাহরণ ছিল। বাংলাদেশে আমরা এটা তৃতীয়বারের মত করেছি। আমি যেটা বলব সব সাংসদকে সতর্ক হতে হবে।মানুষের প্রত্যাশা অনেক উঁচু। আকাশ ছুঁয়ে গেছে তাদের প্রত্যাশা। প্রত্যাশার একটা বিরাট বোঝা নিয়ে এবারের বিজয় এসেছে। এবারের বিজয়টা জনগণের বিজয়। ৮০ শতাংশ ভোট জোর করে আনা যায় না। একটা গণজোয়ার সৃষ্ঠি করতে হয়। জনগণের মধ্যে জোয়ারটা এবার ছিল। এটা আমার ১৯৭০ সালে দেখেছি। মানুষ তিনটা জিনিস দেখে সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত নিরাপত্তা। গত দশ বছরে মানুষ কয়েকটি ব্যতিক্রম ঘটনা বাদে নিজেদের নিরাপদ মনে করেছে। উন্নয়নটা মানুষের কাছে অনেক বড় ব্যাপার ছিল। আরেকটা হলো আমরা ইতিহাসের একটা সন্ধিক্ষণে দাড়িয়ে আছি। নতুন প্রজন্ম এটাকে পছন্দ করেছে। আমাদের মত বয়স্করা যেমন আছে নওফেলের মত তরুণরাও আছে। নতুন প্রজন্মের হাতে দায়িত্বভার তুলে দেয়া এটাও জনগণ বিবেচনা করেছে।

-সিভয়েস/আরএইচ

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়