Cvoice24.com


মোহাম্মদ হাসানের নেতৃত্বে অন্টারিও আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশিত: ০৯:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
মোহাম্মদ হাসানের নেতৃত্বে অন্টারিও আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে অন্টারিও আওয়ামীলীগ কানাডার উদ্যোগে প্রস্তুতি সভা ও ডিনার পার্টির আয়োজন করা হয়।

রোববার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৮ টায় ড্যানফোর্থ এলাকার ঘরোয়া ক্লাসিক রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

অন্টারিও আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গফফার। প্রধান বক্তা ছিলেন কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম চৌধুরী, রাধিকা রঞ্জন চৌধুরী।

অন্টারিও আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুদীপ সোম রিঙ্কুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ার। বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমরুল ইসলাম, মোর্শেদ আহমেদ মুক্তা, প্রচার সম্পাদক বেলাল সামছুল, মুহম্মদ বাবুল পারভেজ, মোহাম্মদ এরশাদ, কানাডা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ খালিদ পলাশ, কানাডা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি এমরান খান শোভন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ৫২'র ভাষা আন্দোলনের সাথে বঙ্গবন্ধু অঙ্গাঙ্গীভাবে জড়িত। ৫২'র ভাষা আন্দোলনের ২১ ফেব্রুয়ারির দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন। বঙ্গবন্ধুই প্রথম পাকিস্তান নামের বিরোধীতা করে বঙ্গদেশের পক্ষে অবস্থান নেন। তিনি রাষ্ট্র ভাষা বাংলা চাই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে উর্দু ভাষার বিরোধীতা করেন। অথচ সেই ভাষা আন্দোলন থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। ভাষা আন্দোলনের পর বঙ্গবন্ধু জেল থেকে বের হলে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনকার ৫ বছর বয়সের হাসুর মুখে রাষ্ট্র ভাষা বাংলা চাই শ্লোগান শুনে আবেগাপ্লুত হন।

সেই দিনের হাসু আজকের বাংলাদেশের অহংকার জননেত্রী শেখ হাসিনার হাতেই ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পান।

এছাড়াও সভায় বক্তারা মোহাম্মদ হাসানের নেতৃত্বে অন্টারিও আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আগামী ২০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সফল করতে কানাডা আওয়ামী পরিবারের সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে যোগদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সিভয়েস/এএইচ

কানাডা প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়