Cvoice24.com

চমেকে ওয়ার্কশপে সিটি মেয়র
‘চিকিৎসা ক্ষেত্রে পরিবেশ উন্নয়ন সময়ের দাবি’

প্রকাশিত: ১২:১৬, ২৭ জুলাই ২০১৯
‘চিকিৎসা ক্ষেত্রে পরিবেশ উন্নয়ন সময়ের দাবি’

ছবি : সিভয়েস

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লেপারোস্কপিক ইউরোলজির অপারেটিভ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিটি মেয়র নাছির উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, বাংলাদেশের চিকিৎসকদের সাথে বাইরের ডাক্তারের পারস্পরিক সম্পর্ক সহযোগিতার মাধ্যমে গৃহীত কর্মসূচি চিকিৎসা সেবার মানকে উত্তরোত্তর সমৃদ্ধি অর্জনে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা, মেধা পেশাদারিত্ব আন্তর্জাতিক মানের। তবে চিকিৎসা ক্ষেত্রে পরিবেশ উন্নয়ন সময়ের দাবি হয়ে উঠেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজির বিভাগীয় প্রধান . আমানে রসুলের সভাপতিত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজির বিভাগীয় প্রধান . মনোয়ারুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এশিয়ান ইন্সটিটিউট অব নেপ্রোলজি এন্ড ইউরোলজির সিনিয়র কনসালটেন্ট . মল্লিকার্জুনা কুরুভিল্লা, বিএমএ সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, বিএমএ সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী  প্রমুখ।

-সিভয়েস/ইউডি/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়