Cvoice24.com


বন্ধুত্বের ১২ বছরের দূরত্ব ঘোচালো চবির পুনর্মিলনী

প্রকাশিত: ০৬:৫০, ২২ নভেম্বর ২০১৯
বন্ধুত্বের ১২ বছরের দূরত্ব ঘোচালো চবির পুনর্মিলনী

ছবি : সিভয়েস

চবি এলামনাই এসোসিয়েশন আয়োজিত প্রথম পুনর্মিলনীতে যোগ দিতে এসে দীর্ঘ ১২ বছর পর দেখা হলো ২৬তম ব্যাচের বাংলা বিভাগের ছাত্রী কঙ্কন দাশ ও রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্রী সাবিনা জিন্নাত রুপার।

অনেক বছর পর সহপাঠীকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন দুই বান্ধবী।

কঙ্কন দাশ বলেন, 'সত্যিই আমি আনন্দে আত্মহারা। মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কাটানো সেই দিনগুলোকে নতুন করে ফিরে পেয়েছি। সবচেয়ে বেশি ভালো লাগছে প্রিয় বান্ধবীকে ১২ বছর পর দেখতে পেয়ে।'

এলামনাই এসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা চাই এলামনাই এসোসিয়েশন এভাবেই সামনের দিনগুলিতেও কাজ করে যাবে এবং যুগ যুগ ধরে চবি ছাত্র-ছাত্রীদের মেরুবন্ধনে সহায়তা করবে।

শুধু তারাই নন, পুনর্মিলনীতে অনেকেই সহপাঠীদের সাথে  দীর্ঘ দিন পর একত্রিত হয়ে মেতে উঠেছিলেন উল্লাসে। ফিরে গিয়েছিলেন সেই ক্যাম্পাসে কাটানো দিনগুলোতে। নাচে-গানে, উল্লাসে মেতে উঠেন সাবেক চবিয়ান রা।

-সিভয়েস/জেআইএস/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়