Cvoice24.com
corona-awareness

এস এ গেমসে কারাতে সোনা জিতেছেন বাংলাদেশি আল আমিন

প্রকাশিত: ০৭:৪৮, ৩ ডিসেম্বর ২০১৯
এস এ গেমসে কারাতে সোনা জিতেছেন বাংলাদেশি  আল আমিন

ছবি : সংগৃহীত

এসএ গেমস-এর তৃতীয় দিনে দ্বিতীয় স্বর্ণ জিতেছেন বাংলাদেশি আল আমিন। সকালে কারাতে ফাইনালে পাকিস্তানকে পেছনে ফেলে স্বর্ণ জেতেন তিনি।

এছাড়া কারাতে মাইনাস ৬৭ কেজি কুমিতে রৌপ্য জেতেন ফেরদৌস। আর উশু তাউলু চাং চুয়ান ইভেন্টে রৌপ্য জিতেছেন ওমর ফারুক।  এর আগে সোমবার দীপু চাকমার হাত ধরে প্রথম স্বর্ণ জেতে বাংলাদেশ। তায়কোয়ান্দোতে ২৯ প্লাস কেজিতে দেশের হয়ে স্বর্ণ জেতেন তিনি।

-সিভয়েস/এসসি

সিভয়েস ডেস্ক

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়