Cvoice24.com
corona-awareness

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১৫:৫৫, ৭ ডিসেম্বর ২০১৯
লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

লোহাগাড়ায় উপজেলার চরম্বায় নুরুল ইসলাম (৩৮) বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার আবদুস ছোবহানের ছেলে। 

শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার চরম্বা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইজবিলা পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন।

ইউপি সদস্য জানান, ১০/১২টি বন্যহাতির একটি দল বনাঞ্চল থেকে লোকালয়ে এসে কৃষকের ধানক্ষেত নষ্ট করছিল। এ সময় স্থানীয় লোকজন হাতি তাড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন। এতে বন্যহাতি ক্ষিপ্ত হয়ে মানুষের উপর আক্রমণ করে। দৌঁড়াদৌঁড়ির সময় কৃষক নুরুল ইসলাম মাটিতে পড়ে গেলে বন্যহাতি এসে আক্রমণ করলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই জহিরুল ইসলাম জানান, হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

-সিভয়েস/এএস

লোহাগাড়া প্রতিনিধি

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়