Cvoice24.com
corona-awareness

মেরিডিয়ান অনুর্ধ-১৫ বিজয় দিবস কাপ উদ্বোধন করলেন মেয়র নাছির

প্রকাশিত: ০৭:৪৮, ৭ জানুয়ারি ২০২০
 মেরিডিয়ান অনুর্ধ-১৫ বিজয় দিবস কাপ উদ্বোধন করলেন মেয়র নাছির

ছবি : সিভয়েস

নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব আয়োজিত মেরিডিয়ান অনুর্ধ ১৫ বিজয় দিবস কাপ 'টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০' শুরু হয়েছে। সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

সোমাবর (৭ ডিসেম্বর) সকালে বিসিবি পরিচালক, সিজেকেএস সাধারণ সম্পাদক সি‌টি মেয়র  আ জ ম না‌ছির উ‌দ্দিন টুর্নামেন্ট উদ্বোধন করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে নাছির বলেন, তরুণ প্রজন্মের মাঝে ক্রীড়া মনস্কতা সৃষ্টি ও ভালো মানের ক্রিকেটার তৈরির লক্ষ্যে এই অনুর্ধ -১৫ টি টুয়েন্টি ক্রিকেট আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে একটি ক্রীড়া মুখী প্রজন্ম তৈরিতে এই টুর্নামেন্ট ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন ১৫নং বাগম‌নিরাম ওয়ার্ড কাউ‌ন্সিলর মোঃ গিয়াস উ‌দ্দিন ও শৈবাল দাশ সুমন ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর,টুর্নামেন্ট ক‌মি‌টির চেয়ারম্যান ওয়া‌হিদুল আলম শিমুল, টুর্না‌মেন্ট প‌রিচালনা ক‌মি‌টির চিফ কো অ‌র্ডি‌নেটর আইনুল ক‌বির জিতু, টুর্না‌মেন্ট ক‌মি‌টির সম্পাদক মোহাম্মদ ফারুক টি‌টো। অনুষ্ঠান প‌রিচালনা ক‌রেন না‌সিরাবাদ স্পো‌র্টিং ক্লা‌বের সাধারণ সম্পাদক এরফানুল ইসলাম খান লাবু প্রমুখ।

-সিভয়েস/ইউডি/এসসি

সিভয়েস প্রতিবেদক

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়