Cvoice24.com


শিক্ষার্থীদের নিয়ে আস্থা'র ভিন্নধর্মী আয়োজন 

প্রকাশিত: ১৩:১৭, ২২ জানুয়ারি ২০২০
শিক্ষার্থীদের নিয়ে আস্থা'র ভিন্নধর্মী আয়োজন 

পাঠ্যবইয়ের বাইরে বিভিন্ন কবি, সাহিত্যিকের রচনা পড়ে জ্ঞানের পরিধি বৃদ্ধি করার লক্ষ্যে সামাজিক সংগঠন 'আস্থা'র (অ্যাসোসিয়েশন টুয়ার্ডস হারমোনি) উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ভিন্নধর্মী আয়োজন। গল্প পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অংশ নিবে সৃজনশীল পরীক্ষায়। ‌বইপড়া উৎসব' নামের এ আয়োজনে সাড়া দিয়েছে নগরের আকবর শাহ ও পাহাড়তলী থানার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

আস্থা'র বইপড়া উৎসব শিরোনামে এ আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৫ জানুয়ারি)। ফয়েজ আলী মেমোরিয়াল কিন্টারগার্ডেন চত্বরে এ উৎসবের উদ্বোধন করবেন চট্টগ্রাম ৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম। 

আস্থার উপদেষ্টা টুনটু দাশ বিজয়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চসিক কাউন্সিলর আবিদা আজাদ, কাট্টলী বইমেলা উদযাপন পরিষদের আহবায়ক আলাউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মুকেশ দত্ত।

এছাড়া অনুষ্ঠানে পাঠকের মুখোমুখি হচ্ছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক লেখক বিশ্বজিৎ চৌধুরী ও প্রথম আলোর বার্তা সম্পাদক কবি ওমর কায়সার।

এ আয়োজনে সকলকে অংশগ্রহণের আহবান জানিয়েছেন অনুষ্ঠানের আহ্বায়ক দিবাকর দাশ, সমন্বয়ক জুয়েল শীল ও সদস্য সচিব সুজন দত্ত।

সিভয়েস/

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়