Cvoice24.com


মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ

প্রকাশিত: ০৫:৫১, ২৭ জানুয়ারি ২০২০
মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ

ছবি : সিভয়েস

রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। গতকাল রোববার (২৬ জানুয়ারি) রিয়ার এডমিরাল মোজাম্মেল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ ১৯৬৭ সালে ৩০ এপ্রিল কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং এক্সিকিউটিভ শাখা কমিশন লাভ করেন।

চাকরির জীবনে শেখ আবুল কালাম আজাদ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক, ইউনাইটেড ন্যাশনস ইন্টেরিম ফোর্স ইন লেবানন (ইউনিফল) ব্যানাকন-৪ এর কন্টিনজেন্ট কমান্ডার, সশস্ত্র বাহিনী বিভাগের সিভিল মিলিটারি রিলেশান ডাইরেক্টটরেট এর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ নৌবাহিনীতে পেশাদারিত্ব ও বিশিষ্ট সেবায় স্বীকৃতি হিসেবে তাকে ‘নৌ গৌরব পদক’ এ ভূষিত করা হয়েছে।

সিভয়েস/এসবি/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়