Cvoice24.com


সবাইকে ছেড়ে একাকি অভিনেতা তাপস পাল

প্রকাশিত: ০৫:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০২০
সবাইকে ছেড়ে একাকি অভিনেতা তাপস পাল

ফাইল ছবি।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন টালিউডের এই খ্যাতিমান অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে এমপি নির্বাচিত হন তিনি। ২০১৬ সালের ডিসেম্বরে গ্রেপ্তারও হয়েছিলেন।

১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম গ্রহণ করেন তাপস পাল। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। পরিচালক তরুণ মজুমদারের হাত ধরে মাত্র ২২ বছর বয়সে বাংলা ছবির দুনিয়ায় পা রাখেন তাপস পাল। ২২ বছর বয়সে তাপস পালের প্রথম সিনেমা দাদার কীর্তি মুক্তি পায়। গুরুদক্ষিণা সিনেমা তাকে এনে দেয় পরিচিতি। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে অন্যতম ‘সাহেব’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘পারাবত প্রিয়া’, ‘উত্তরা’, ‘ভালোবাসা ভালোবসা’।

১৯৮১ সালে ‘সাহেব’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান তাপস পাল। বাংলার পাশাপাশি বেশ কিছু হিন্দি ছবিতেও তিনি অভিনয় করেছেন। অভিনয় করেছেন মাধুরী দিক্ষিতের সাথেও।

-সিভয়েস/এসসি

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়