Cvoice24.com


নিজেদের মাঠে হারল রিয়াল

প্রকাশিত: ০৬:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২০
নিজেদের মাঠে হারল রিয়াল

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নিজেদের মাঠে নকআউট পর্বের প্রথম লেগে হারের ধাক্কা খেলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদান শিষ্যদের ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে থাকলো ম্যানচেস্টার সিটি। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোল শূন্য প্রথমার্ধের পর ৬০ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন ইস্কো। ভিনিসিয়াসের ক্রসে বল পেয়ে জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড।
ম্যাচের ৭৮ মিনিটে রিয়ালের গ্যালারিতে নিস্তব্ধতা নামান জেসাস। ডি ব্রুইনের ক্রসে মাথা ছুঁয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। স্বাগতিকদের চাপে রেখে ৮৩ মিনিটে জয়সূচক গোলটি আনেন ডি ব্রুইন, স্পটকিকে গোল করে। বক্সের মধ্যে স্টার্লিংকে বাজেভাবে ফাউল করেছিলেন কারভাহাল, পেনাল্টি দিয়ে দেন রেফারি। ম্যাচের ৮৬ মিনিটে আরেকটি ধাক্কা খায় রিয়াল। অধিনায়ক সার্জিও রামোস সরাসরি লালকার্ড দেখলে। জেসাসকে পেছন থেকে টেনে ফেলে দিয়েছিলেন। যা রামোসকে এনে দেয় ক্যারিয়ারের ২৬তম লালকার্ড।

আসছে ১৭ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠ ইতিহাদে সিটিজেনরা শুধু এগিয়ে থেকেই নামবে না, নামবে দুই অ্যাওয়ে গোলের স্বস্তি নিয়েও। চ্যাম্পিয়ন্স লিগে আগের চার দেখায় রিয়ালের বিপক্ষে জয় ছিল না ম্যানসিটির। দুই হার আর দুই ড্র। প্রথম জয়টি তোলার ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল অতিথিরাই।

-সিভয়েস/এমআই/এমএম

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়