Cvoice24.com


যেসব দেশের নাগরিক সৌদিতে ঢুকতে পারবে না 

প্রকাশিত: ০৬:০৭, ১৩ মার্চ ২০২০
 যেসব দেশের নাগরিক সৌদিতে ঢুকতে পারবে না 

ফাইল ছবি।

করোনাভাইরাসের কারণে যেসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সে দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সৌদি সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের সৌদিতে ফিরে আসার জন্য কোন সময়সীমা বেধে দেয়া হয়নি। ভারত, পাকিস্তান , শ্রীলঙ্কা, ফিলিপাইন, সুদান, সাউথ সুদান এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকদের সৌদি আরবে প্রবেশে ৭২ ঘণ্টা সময়সীমা বেধে দেয়া হলেও বাংলাদেশিরা যেকোনো সময় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে অন্য কোনো দেশে ট্রানজিট ভিসা থাকলে কোনো বাংলাদেশি সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র সরাসরি ফ্লাইটে সৌদি আরবে যেতে পারবেন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বাড়ছেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বুধবার প্রাণঘাতী করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৩শ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৪ হাজার ৬৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৬৮ হাজার ২৮৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বের ১২৪টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৯৬ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬৯ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত ১২ হাজার ৪৬২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮২৭ জনের।

সিভয়েস/এমআই/


 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়