Cvoice24.com


সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত হেলমেট ব্যবহারে হতে পারে করোনা, বিকল্প কি?

প্রকাশিত: ১৬:১৮, ১৯ মার্চ ২০২০
সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত হেলমেট ব্যবহারে হতে পারে করোনা, বিকল্প কি?

ছবি: সিভয়েস

মানুষ প্রতিদিন বিভিন্ন কাজে ঘর বা বাসা থেকে বের হয়। আর কোনো ঝামেলা ছাড়া  নিজেদের গন্তব্য স্থানে পৌঁছাতে যাতায়াতের জন্য উবার, পাঠাও বা বিভিন্ন বাইক রাইড ব্যবহার করে থাকেন। বাইক রাইডের সময় বাইক রাইডার ছাড়াও বাইকের পিলিয়নরা (যাত্রীরা) নিজেদেরকে সুরক্ষিত রাখতে এবং ট্রাফিক আইন মানতে ব্যবহার করছেন হেলমেট। বাইকের পিলিয়নদের মধ্যে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে হেলমেটের মাধ্যমে অন্য পিলিয়নদের মধ্যেও তা ছড়াতে পারে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সাথে একই হেলমেট একাধিক মানুষ ঝুঁকিতে পড়তে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে এখন করোনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। একই হেলমেট একাধিক মানুষ ব্যবহার করলে তখনই সমস্যা হবে যখন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির পড়া হেলমেট অন্যরা ব্যবহার করবেন। সর্বোপরি একই হেলমেট একাধিক মানুষ ব্যবহার করতে পারবে। তবে অন্যজনের ব্যবহৃত হেলমেট পরার আগে মাথায় পাতলা রুমাল জাতীয় কোনো কাপড় দিয়ে ঢেকে নিলে কোনো প্রকারে সংক্রমণের ঝুঁকি এড়ানো সম্ভব। 

একই হেলমেট ব্যবহারের ফলে খুশকি, চর্মরোগের মতো বিভিন্ন সমস্যা সংক্রমিত হতে পারে। এছাড়াও আরো অনেক রকম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই হেলমেট ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকা উচিত বলে জানান সিভিল সার্জন।

তবে মোটরযান আইন অনুযায়ী, হেলমেট পরা বাধ্যতামূলক। যেখানেই মোটরযান আইনের ব্যত্যয় ঘটবে সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোস্তাক আহমেদ খানকে অনেকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা সিভয়েসকে বলেন, ট্রাফিক আইন অনুযায়ী হেলমেট পরা বাধ্যতামূলক। করোনা ভাইরাসে আক্রান্তের আশঙ্কা নিয়ে হেলমেট না পড়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে হেলমেট ব্যবহারে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। 

-সিভয়েস/এমএম/এএস

মিনহাজ মুহি

সর্বশেষ

পাঠকপ্রিয়