Cvoice24.com


আওয়ামী লীগ নেতা তানভীর খুনের আসামি নেসার কারাগারে

প্রকাশিত: ১২:১৭, ২১ মার্চ ২০২০
আওয়ামী লীগ নেতা তানভীর খুনের আসামি নেসার কারাগারে

পাহাড়তলী থানা আওয়ামী লীগ নেতা আনোয়ার জহির প্রকাশ তানভীর খুনের ঘটনায় গ্রেফতার আসামি নেসারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার ২১ মার্চ বিকালে মহানগর হাকিম আদালত নেসারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে পাহাড়তলী থানা পুলিশ নেসারকে আদালতে হাজির করেন।

বিষয়টি নিশ্চিত করেন পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা পলাশ চন্দ্র ঘোষ।

গত ১৮ মার্চ রাতে পাহাড়তলী থানাধীন ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের লোহারপুলে অবস্থিত কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরীর বাড়ির সামনে ছুরিকাঘাত করে খুন করা হয় আওয়ামী লীগ নেতা তানভীরকে। এ ঘটনায় ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ইসমাইলের ২১ জন অনুসারীর বিরুদ্ধে তানভিরের বড় ভাই তৌফিক জহির বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার ১,২,৩ নম্বর আসামিকে গ্রেফতার করেছে। এর মধ্যে ১ নম্বর আসামি সোহেল ও ২ নম্বর আসামি জনিকে ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরদিন আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য আসামি নেসারকে গত শুক্রবার সকালে ফেনীতে থেকে গ্রেফতার করে র‌্যাব।

পুলিশ জানায়, ১ নম্বর আসামি সোহেল ও ২ নম্বর আসামি নেসারই তানভিরকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

-সিভয়েস/এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়