Cvoice24.com


করোনা রুখতে মসজিদে নববীতে থার্মাল ক্যামেরা

প্রকাশিত: ১৩:৩৮, ১৭ এপ্রিল ২০২০
করোনা রুখতে মসজিদে নববীতে থার্মাল ক্যামেরা

প্রাণঘাতি করোনাভাইরাস রুখতে সৌদি সরকার মদিনায় মসজিদে নববীতে থার্মাল-বডি ক্যামেরা সচল করেছে বলে সৌদি সংবাদ সংস্থা এসপিএ এমন খবর দিয়েছে।

এই ক্যামেরা দিয়ে একই সময়ে ২৫ মুসল্লির তাপমাত্রা পরীক্ষা করা সম্ভব হবে। একই সাথে,  ছবি ও তাপমাত্রা অন্তত একমাস রেকর্ড করে রাখতে পারবে এই থার্মাল ক্যামেরা এবং দূরত্ব বজায় রেখেই বিশেষজ্ঞদের কাছে তা পাঠাতেও পারবে।

সৌদি সংবাদ সংস্থা এসপিএ বলছে, ৯ মিটার দূর থেকে এই স্বয়ংক্রিয় যন্ত্র কাজ করবে। এরপর প্রতিটি ব্যক্তিকে নিয়ে অডিও এবং  ভিজ্যুয়াল ধারণা দেবে এই ক্যামেরা।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়