Cvoice24.com


১৬ মে পর্যন্ত সকল আদালতের ছুটি গড়াল

প্রকাশিত: ১৫:০৬, ৫ মে ২০২০
১৬ মে পর্যন্ত সকল আদালতের ছুটি গড়াল

দেশের সকল আদালতের কার্যক্রম আগামি ১৬ মনে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ১৭ মে থেকে ৩০ মে পর্যন্ত সুপ্রিম কোর্টে ছুটি থাকবে। ফলে ৩১ মে’র আগে আর খুলছে না দেশের সর্বোচ্চ আদালত।

ছুটির মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

সাধারণ, সরকারি ও সাপ্তাহিক ছুটির এ ধারাবাহিকতা উল্লেখ করে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হল। ছুটির সময়ে সব কর্মকর্তা কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

আদালত সুত্র জানায়,আগামি ৭ থেকে ১৪ মে পর্যন্ত নতুন করে সাধারণ ছুটি ঘোষণা করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৬ মে বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি, ৮ ও ৯ মে এবং ১৪ ও ১৫ মের সাপ্তাহিক ছুটির দিনগুলোও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়