Cvoice24.com


কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩, অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৭:৪৮, ৬ মে ২০২০
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩, অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহতের খবর জানিয়েছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে উপজেলার হ্নীলা রঙিখালির পাহাড়ে ‘বন্দুকযুদ্ধে’ তারা নিহত হন। পুলিশ বলছে, নিহত তিনজন ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা হলেন- সৈয়দ আলম, নুরুল আলম এবং সৈয়দ হোসেন। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।   

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (বুধবার) ভোরে রঙিখালি ডাকাতের আস্তানায় পুলিশের একটি দল অভিযান চালানো হয়। এসময় ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় চার কর্মকর্তাসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

প্রদীপ কুমার বলেন, গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ডাকাতদের আস্তানা থেকে ১৮টি দেশি-বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়