Cvoice24.com


ঢাকায় ইয়াবাসহ গ্রেফতার বান্দরবানের পুলিশ কর্মকর্তা

প্রকাশিত: ১৭:৪৭, ১৬ জুন ২০২০
ঢাকায় ইয়াবাসহ গ্রেফতার বান্দরবানের পুলিশ কর্মকর্তা

ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ১১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আতিকুল ইসলাম  বান্দরবান জেলা আদালতে কর্মরত পুলিশের এক উপ-পরিদর্শককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ ‍জুন) সন্ধ্যায় মোহাম্মদপুরের শাজাহান রোডে একটি পিকআপ ভ্যান গাড়িতে তল্লাশি চালিয়ে ওই পুলিশ সদস্য ও তার এক সহযোগীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ৫ লাখ ২৫ হাজার টাকা জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬জুন) পুলিশ তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন চাইলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে বান্দরবান জেলা পুলিশ সুপার জরিনা আক্তার বলেন, ‘এসআই আতিকুল ইসলাম গত ২৩ মার্চ ছুটিতে যান। তার ছুটি শেষ হয়ে যাওয়ার পর কর্মস্থলে যোগদান করেননি। এতদিন পর্যন্ত তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। মোহাম্মদপুর থানা পুলিশের মাধ্যমে জানতে পেরেছি যে এসআই আতিকুল ইয়াবাসহ গ্রেফতার হয়েছে।’

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে একটি পিকআপ ভ্যান গাড়িতে করে মোহাম্মদপুর এলাকায় ইয়াবা আনা হবে। সোমবার সন্ধ্যায় মোহাম্মদপুরের শাজাহান রোডে পুলিশের চেকপোস্টে একটি পিকআপ ভ্যান গাড়িতে তল্লাশি চলানো হয়। এসময় চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্যাকেট থেকে ১১ হাজার ৬’শ ইয়াবা উদ্ধার করা হয়। পিকআপ ভ্যান গাড়ি থেকে গ্রেফতারকৃত দুই ব্যক্তির মধ্যে একজন পুলিশ সদস্য। আতিকুল ইসলাম নামে পুলিশের ওই সাব-ইন্সপেক্টর বান্দরবান জেলায় কর্মরত। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে আনা হয়েছে।’

বান্দরবান প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়