image

আজ, শুক্রবার, ১০ জুলাই ২০২০ ,


চট্টগ্রামে প্রতি ৩ জনে করোনা আক্রান্ত ১ জন: শনাক্ত ৩৪৬

চট্টগ্রামে প্রতি ৩ জনে করোনা আক্রান্ত ১ জন: শনাক্ত ৩৪৬

ছবি : সিভয়েস

চট্টগ্রামে শেষ ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩৪৬ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে মোট নমুনা পরীক্ষার হিসেবে প্রতি তিনজনে একজন পজেটিভ হিসেবে চিহ্নিত হয়। শেষ ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৯৯৭টি নমুনা সাতটি ল্যাবে পরীক্ষা করা হয়।

আজ (সোমবার) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ছয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে চট্টগ্রাম জেলার ৯৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৪৬ জন। সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে। শেভরনে সর্বশেষ নমুনা সংগ্রহের গত দুইদিনের ফলাফল দেয়া হয় image এবং শতকরা হিসেবে আক্রান্ত বেশি শনাক্ত হয়েছে শেভরনের ল্যাবে।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্রমতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৬টি নমুনার ফলাফলে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। তিনজন নমুনা পরীক্ষার পরিসংখ্যান অনুযায়ী মোট নমুনার ১ দশমিক ৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। এরমধ্যে মহানগরে আক্রান্ত হয়েছেন ২৫ জন ও উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩১ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৬টি নমুনার ফলাফলে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। তিনজন নমুনা পরীক্ষার পরিসংখ্যান অনুযায়ী মোট নমুনার শূন্য দশমিক ৫৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। এরমধ্যে মহানগরে আক্রান্ত হয়েছেন ৩ জন ও উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৩ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৫ টি নমুনার ফলাফলে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। তিনজন নমুনা পরীক্ষার পরিসংখ্যান অনুযায়ী মোট নমুনার ১ দশমিক ২১ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। এরমধ্যে শুধু মহানগরের আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

বিআইটিআইডি ল্যাবে ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৪ টি নমুনার ফলাফলে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। তিনজন নমুনা পরীক্ষার পরিসংখ্যান অনুযায়ী মোট নমুনার শূন্য দশমিক ৪২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। এরমধ্যে মহানগরে আক্রান্ত হয়েছেন ১২ জন ও উপজেলায় আক্রান্ত হয়েছেন ২ জন।

ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৪ টি নমুনার ফলাফলে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। তিনজন নমুনা পরীক্ষার পরিসংখ্যান অনুযায়ী মোট নমুনার শূন্য দশমিক ৬৫ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। এরমধ্যে মহানগরে আক্রান্ত হয়েছেন ২৩ জন ও উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ জন।

শেভরনের ল্যাবে সর্বশেষ দুইদিনে সংগৃহীত ৩৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৭৭ টি নমুনার ফলাফলে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। তিনজন নমুনা পরীক্ষার পরিসংখ্যান অনুযায়ী মোট নমুনার ১ দশমিক ৫১ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। এরমধ্যে মহানগরে আক্রান্ত হয়েছেন ১৬৬ জন ও উপজেলায় আক্রান্ত হয়েছেন ১১ জন।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে চট্টগ্রামের ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪ টি নমুনার ফলাফলে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। তিনজন নমুনা পরীক্ষার পরিসংখ্যান অনুযায়ী মোট নমুনার ১ দশমিক ৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। এরমধ্যে শুধু মহানগরের আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

প্রসঙ্গত, সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৫ জন। গতকাল (রবিবার) কোভিড-১৯ শনাক্ত হয়ে মারা গেছেন ২ জন। এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়ে মারা গেছেন ১৭১ জন। তারমধ্যে ১৩১ জন মহানগরের ও ৪০ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৬৫ জন এবং শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২ জন।

সিভয়েস/এসবি/এসসি

 

আরও পড়ুন

পতেঙ্গায় বাসের ধাক্কায় জীবন সংকটে শিশু

পতেঙ্গার চরপাড়া মোড়ে রাস্তা পারাপারের সময় মিনিবাসের  ধাক্কায় মো. নাঈম (১১) বিস্তারিত

‘অবসান হলো’ হেফাজতের শীর্ষ দুই নেতার বিরোধ!

সাম্প্রতিক সময়ে আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মাদ্রাসার (হাটহাজারী বিস্তারিত

৭০০ কিলোমিটার নতুন পাইপ লাইন বসাচ্ছে চট্টগ্রাম ওয়াসা

নগরীতে ২০২২ সালের মধ্যে ৭০০ কিলোমিটার নতুন পাইপ লাইন বসানোর কথা জানিয়েছেন বিস্তারিত

পণ্য পরিবহনের আড়ালে ইয়াবা পাচার, ডবলমুরিংয়ে গ্রেফতার ২

পণ্য পরিবহনের আড়ালে ইয়াবা পাচারের সময় নগরীর ডবলমুরিং থানাধীন ঈদগাহ কাঁচা বিস্তারিত

সংস্কারের উদ্যোগ : ১০ দিনের জন্য বন্ধ হচ্ছে কালুরঘাট সেতু

এমনিতেই নড়বড়ে সেই সেতু বৃদ্ধের দাতের মত নড়ছে। কোথাও হাড়গোড় উঠে গেছে। বিস্তারিত

চট্টগ্রামে করোনা বদলাচ্ছে পেশার ধরণ

করোনার সংকটময় পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য বিপুলসংখ্যক বেসরকারি বিস্তারিত

রাতের আধারে হাজারি গলির সোনা দেশ-বিদেশে পাচার

চট্টগ্রাম রেল স্টেশন থেকে ৬০ ভরি সোনাসহ এক পাচারকারীকে আটক করেছে রেলওয়ে বিস্তারিত

স্বাস্থ্যবিধি মানছে না কুটুমবাড়ী রেঁস্তোরা, ৪০ হাজার টাকা জরিমানা

ব্যবস্থাপক থেকে শুরু করে কর্মচারী কেউই স্বাস্থ্যবিধি মানছে না। কারো কাছেই বিস্তারিত

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সপরিবারে করোনামুক্ত

ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘরে চিকিৎসা নিয়ে সপরিবারে করোনামুক্ত হলেন বিস্তারিত

সর্বশেষ

থাইল্যান্ডে মারা গেলেন সাহারা খাতুন

চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক বিস্তারিত

পতেঙ্গায় বাসের ধাক্কায় জীবন সংকটে শিশু

পতেঙ্গার চরপাড়া মোড়ে রাস্তা পারাপারের সময় মিনিবাসের  ধাক্কায় মো. নাঈম (১১) বিস্তারিত

‘অবসান হলো’ হেফাজতের শীর্ষ দুই নেতার বিরোধ!

সাম্প্রতিক সময়ে আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মাদ্রাসার (হাটহাজারী বিস্তারিত

৭০০ কিলোমিটার নতুন পাইপ লাইন বসাচ্ছে চট্টগ্রাম ওয়াসা

নগরীতে ২০২২ সালের মধ্যে ৭০০ কিলোমিটার নতুন পাইপ লাইন বসানোর কথা জানিয়েছেন বিস্তারিত

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি