Cvoice24.com


আ.লীগের ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’ নবম পর্বে মেয়র আ জ ম নাছির

প্রকাশিত: ১৬:১৬, ২ জুলাই ২০২০
আ.লীগের ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’ নবম পর্বে মেয়র আ জ ম নাছির

‘করোনা সংকট মোকাবিলায় তৃণমূলের ভূমিকা’ এই বিষয় নিয়ে সাজানো বাংলাদেশ আওয়ামী লীগের ধারাবাহিক ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’ শিরোনামে ওয়েবিনারের নবম পর্ব অনুষ্ঠিত হবে আগামি ৪ জুলাই। 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই ওয়েবিনার অনুষ্ঠানে যুক্ত হবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। 

প্রতিবারের মতো এবারও এই আলোচনা সরাসরি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুকে। করোনা সংকট মোকাবিলায় তৃণমূলের ভূমিকা আলোচ্য বিষয়ে দর্শকেরা সরাসরি প্রশ্ন করতে পারবেন। এছাড়াও অনুষ্ঠানের আগে দলের ফেসবুক পেজের পোস্টেও প্রশ্ন করতে পারবেন।  

চসিক মেয়র ছাড়াও এবারের পর্বের আলোচনায় আরোও যুক্ত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এবং বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি যুক্ত থাকবেন। 

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ৯ম পর্বের প্রচারিত এই অনুষ্ঠানটি একইসঙ্গে বিজয় টিভির পর্দায় এবং, সমকাল, ইত্তেফাক, সারাবাংলা ডটনেট, বিডিনিউজ২৪, বাংলানিউজ২৪, জাগোনিউজ২৪, সময় টিভি, যুগান্তর ও ভোরের কাগজের ফেসবুক পেজে দেখা যাবে।

-সিভয়েস/এনআর/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়