Cvoice24.com


প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ০৭:১৪, ৩ জুলাই ২০২০
প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক

ফাইল ছবি।

প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব প্রবীণ সাংবাদিক ফারুক কাজী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।) শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকার এলিফ্যান্ট রোডের বাসায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন শারীরিক ব্যাথাসহ কিডনী জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

ফারুক কাজী আইন, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি। দীর্ঘ কর্মজীবনে বাংলার বাণী, বাসস, ইউএনবি, অবজারভারসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন।

ফারুক কাজীর সন্তান আরশি কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (শুক্রবার) জুমার পর কাঁটাবন জামে মসজিদে জানাজা শেষে মিরপুরে দাফন করা হবে।

-সিভয়েস/এসসি

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়