Cvoice24.com


দেশে করোনার মৃত্যুর ট্রেনে আরো ৪২, শনাক্ত ৩১১৪

প্রকাশিত: ০৯:৩৫, ৩ জুলাই ২০২০
দেশে করোনার মৃত্যুর ট্রেনে আরো ৪২, শনাক্ত ৩১১৪

ছবি : সিভয়েস

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এরমধ্যে ৩২ জন পুরুষ ও ১০ জন নারী। একই দিনে নতুন শনাক্ত হয়েছে আরো তিন হাজার ১১৪ জন। মৃত্যুর দিক থেকে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯৬৮ জন। অপরদিকে মোট শনাক্ত হলেন ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৬ জন। এ নিয়ে মোট সুস্থর সংখ্যা ৬৮ হাজার ৪৮ জন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানিয়েছেন দফতরটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।  

তিনি বলেন,গত ঘণ্টায় ১৪ হাজার ৭৮১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পূর্বের নমুনাসহ ১৪ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। শনাক্তের হার ২১ দশমিক ২৬ শতাংশ।

ডা.নাসিমা বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ১০, রাজশাহীতে ৩, রংপুরে ৪, সিলেটে ৩, খুলনায় ৩ ও বরিশালে ১জন রয়েছেন। এরমধ্যে হাসপাতালে ৩১ জন ও বাড়িতে ১১ জন মারা গেছেন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৯১ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ; বলেন তিনি।

-সিভয়েস/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়