Cvoice24.com


চিকিৎসাবঞ্চিতদের পাশে পাহাড়তলী অস্থায়ী প্রাথমিক চিকিৎসা ক্যাম্প

প্রকাশিত: ০৯:৪৭, ৫ জুলাই ২০২০
চিকিৎসাবঞ্চিতদের পাশে পাহাড়তলী অস্থায়ী প্রাথমিক চিকিৎসা ক্যাম্প

ছবি : সিভয়েস

চিকিৎসকের সংকটে কারণে দীর্ঘদিন ধরে চিকিৎসাবঞ্চিত হয়ে আসছিলো চট্টগ্রাম সিটি করপোরেশনের পাহাড়তলী ওয়ার্ডের সরাইপাড়া এলাকার বাসিন্দারা। তাই স্থানীয়রা স্ব-উদ্যোগে তৈরি করেছে একটি প্রাথমিক চিকিৎসা ক্যাম্প।

আজ (৫ জুলাই) সকাল থেকে ক্যাম্পটি চিকিৎসা সেবা কর্মসূচি শুরু করে।

ক্যাম্পটি প্রসঙ্গে জানতে চাইলে সরাইপাড়ার স্থানীয় বাসিন্দা সিরাজুল অভি বলেন, 'আমরা করোনার কারণে তিনমাস যাবৎ চিকিৎসা পাচ্ছি না। অথচ আমাদের এলাকাতেও চার-পাঁচজন ডাক্তার আছেন। কিন্তু তারা সবাই‌ ঘরে ঢুকে গেছে। তারা কলও রিসিভ করছে না। তাই আমরা সাধারণ মানুষরাই নিজেরা উদ্যোগ নিয়ে এ ক্যাম্প চালু করেছি।'

ক্যাম্পটি কতদিন থাকবে ও কীভাবে পরিচালিত হবে জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের ওয়ার্ডে ২ লাখ ৮০ হাজার লোক থাকে। তারা সাধারণ অসুখে চিকিৎসা পাচ্ছে না বলে আমরা এ ক্যাম্প চালু করেছি। ক্যাম্পটি ভেলুয়ার দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে অস্থায়ীভাবে খোলা থাকবে। আপাতত একজন ডাক্তার ও দুইজন সেবক নিয়ে এ ক্যাম্প শুরু করা হয়েছে। করোনা পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হবে ততদিন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত এখানে সাধারণ জনগণ চিকিৎসা সেবা পাবেন।'

সিভয়েস/এসবি/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়