Cvoice24.com


সিটি মেয়রকে করোনারোধী ওষুধ উপহার দিল ডা. সাজিয়া

প্রকাশিত: ১২:৫৭, ৫ জুলাই ২০২০
সিটি মেয়রকে করোনারোধী ওষুধ উপহার দিল ডা. সাজিয়া

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে করোনা প্রতিরোধী ওষুধ আর্সেনিক অ্যালবাম-৩০ উপহার দিয়েছেন ডা. কাজী সাজিয়া আফরিন শাওন। 

রোববার (৫ জুলাই) সকালে টাইগারপাসের সিটি কর্পোরশেন কার্যালয়ে এইচকে গ্রুপের পক্ষ থেকে ডা. সাজিয়া এ উপহার মেয়রের হাতে হস্তান্তর করেন। এ সময় তার সাথে ছিলেন এইচকে গ্রুপের সিইও ছরোয়ার আলম মিডু।

উপহার গ্রহণকালে মেয়র নাছির বলেন, জাতীয় ওষুধ নীতিতে হোমিওপ্যাথিকে গুরুত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন হোমিওপ্যাথির জন্য মডেল হিসেবে কাজ করেছে। 

তিনি বলেন, আর্সেনিক অ্যালবাম-৩০ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 

ভারতের কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রণালয়ও ইতোমধ্যে হোমিয়োপ্যাথির প্রতিরোধক ওষুধ হিসেবে আর্সেনিক অ্যালবাম-৩০ এর প্রয়োগের জন্য নির্দেশিকা দিয়েছে। বিনামূল্যে এই ধরনের জনবান্ধব উদ্যোগের জন্য তিনি ডা. কাজী সাজিয়া আফরিন শাওন ও এইচকে গ্রুপের সকল কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। 

প্রসঙ্গত, মহামারী করোনা প্রতিরোধে চট্টগ্রামের সাধারণ মানুষের মাঝে বিগত দিনে হোমিওপ্যাথিক ডাক্তার কাজী সাজিয়া আফরিন শাওনের তত্ত্বাবধানে বিনামূল্যে এ ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে এইচকে গ্রুপের সহযোগিতায়।

ইতিপূর্বে বেশকিছু এলাকায় বিনামূল্যে এসব ওষুধ বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শতাধিক ব্যক্তির জন্য এক মাসের ওষুধ তুলে দেয়া হল সিটি মেয়রের হাতে।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়