Cvoice24.com


লোহাগাড়ায় গোপন বৈঠক থেকে 'নব্য জেমবি' নেতা গ্রেফতার

প্রকাশিত: ১০:২২, ৭ জুলাই ২০২০
লোহাগাড়ায় গোপন বৈঠক থেকে 'নব্য জেমবি' নেতা গ্রেফতার

লোহাগাড়ায় গোপন বৈঠক ও প্রশিক্ষণ চলাকালে আব্দুল কাইয়ুম (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের বিশেষায়িত শাখা এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ।

গ্রেফতার যুবক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'নব্য জেএমবি'র নেতা। এ সময় ৪টি মোবাইল সেট, ৮/১০টি জিহাদী বই, জঙ্গি হামলা সংক্রান্ত ৬/৭টি মোবাইলের স্ক্রিনশর্ট কপি ও বেশকিছু প্রচারপত্র উদ্ধার করা হয়।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।  এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নব্য জেএমবি'র ৮/৯ সদস্য কৌশলে পালিয়ে যায়। আটক জঙ্গি নেতা আব্দুল কাইয়ুম উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার আব্দুস শুক্কুরের ছেলে। 

গ্রেফতারের পর কাইয়ুম পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সহ গ্রেফতার এড়াতে পালিয়ে যাওয়া জঙ্গি সদস্যরা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'নব্য জেএমবি'র বিভিন্ন স্তরের নেতা বলে বলে স্বীকার করেন। 

এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক মো. সোলায়মান শেখ বাদী হয়ে লোহাগাড়া থানায় আটক আব্দুল কাইয়ুমসহ ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করেছেন । মামলাটি এন্টি টেররিজম ইউনিটই তদন্ত করছে বলে জানা গেছে।  

এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছি। তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।  লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ সিভয়েসকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

-সিভয়েস/এসএইচ

লোহাগাড়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়