Cvoice24.com


নিষেধাজ্ঞা অমান্য: সমুদ্রে ম্যাজিস্ট্রেটের হানা, জরিমানা ২৫ হাজার

প্রকাশিত: ১৩:০১, ৭ জুলাই ২০২০
নিষেধাজ্ঞা অমান্য: সমুদ্রে ম্যাজিস্ট্রেটের হানা, জরিমানা ২৫ হাজার

ছবি : সিভয়েস

সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সব ধরনের মাছ আহরনে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না জেলেরা। চিংড়ি পোনামাছ ধরতে গিয়ে সমুদ্রের অন্যান্য পোনা মাছও নষ্ট করছেন জেলেরা। যারফলে ব্যহত হচ্ছে সব ধরণের মাছের প্রজনন।

এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (৭ জুলাই) সমুদ্রের বুকে অভিযানে যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এবং অভিযোগের সত্যতাও পায়। একপর্যায়ে অবৈধভাবে মাছ ও বিভিন্ন মাছের পোনা নিধন করার কাজে ব্যবহৃত প্রায় ছয় হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করা এবং মেরিন একাডেমি এলাকায় ৫ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক অভিযানের বিষয়টি সিভয়েসকে তিনি নিশ্চিত করেছেন।

অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, অনেক অসাধু নৌকার মালিক ও জেলে সরকারের নিষেধাজ্ঞা না মেনে চিংড়ী পোনামাছ ধরতে গিয়ে অন্যান্য সামুদ্রিক মাছের পোনাও নষ্ট করে দিচ্ছে। যার ফলে মাছের প্রজনন ব্যহত হচ্ছে। অথচ সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এমন অবস্থায় ৫ জন জেলেকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৬ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। যা পরবর্তীতে ধ্বংস করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তারও উপস্থিত ছিলেন।

সিভয়েস/এসএইচ/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়