Cvoice24.com


সংকেত না মেনে কর্ণফুলীতে ডুবলো পণ্যবাহী লাইটার জাহাজ

প্রকাশিত: ০৭:১০, ৮ জুলাই ২০২০
সংকেত না মেনে কর্ণফুলীতে ডুবলো পণ্যবাহী লাইটার জাহাজ

লোহা তৈরির কাঁচামাল নিয়ে কর্ণফুলীতে ডুবলো এমভি বর্ণিয় প্রিন্স। ছবি : সিভয়েস

২ হাজার ২৪৬ টন লোহা তৈরির কাঁচামাল নিয়ে কর্ণফুলীতে ডুবলো এমভি বর্ণিয় প্রিন্স নামের একটি লাইটার জাহাজ। কর্ণফুলী নদীর সদরঘাট ১ নং জেটি এলাকায় এসে ২নং মোরিং ‘বয়ার’ সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৮ জুলাই) সকালে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি সিভয়েসকে জানান, জাহাজটি গতকাল রাত ১১ টার দিকে পতেঙ্গা এলাকার ১৫ নং চাইনিজ ঘাটের নোঙ্গরে ছিলো। সেখান থেকে শাহ আমানত সেতুর দিকে জাহাজটি যাত্রা করে। কিন্তু নদীর স্রোত বেশি থাকার কারণে জাহাজটিকে বেশ কয়েকবার সংকেত দেওয়া হয়। 

কিন্তু জাহাজটির মাস্টার সংকেত না মেনে জাহাজটি চালু রাখে। চালু রাখার প্রেক্ষিতে জাহাজটি সদরঘাট অংশে ১ নং ঘাটের ২ নং মোরিংয়ের বয়ার সাথে ধাক্কা খায়। ধাক্কায় জাহাজটির তলা এবং পাশে ফেটে যায়। ফলে জাহাজের ভেতরে পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। জানা গেছে, জাহাজটির ভেতরে ২ হাজার ২৪৬ টন লোহা তৈরির কাঁচামাল ছিলো।

-সিভয়েস/এসবি/এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়