Cvoice24.com


হাটহাজারীতে ৭ শতক খাসের জমি উদ্ধার

প্রকাশিত: ১৫:৪৬, ৮ জুলাই ২০২০
হাটহাজারীতে ৭ শতক খাসের জমি উদ্ধার

ছবি : সিভয়েস

হাটহাজারীতে উচ্ছেদ অভিযান চালিয়ে সাত শতক সরকারি খাস খতিয়ানভুক্ত জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮জুলাই) সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত পৌরস্ভার মেখলঘোণা এলাকায় টানা এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় আধাপাকা একটি বসতঘর ও অন্যান্য অবকাঠামো গুড়িয়ে দেওয়া হয়। এর আগে গত সোমবার একই জায়গায় জুলফিকার নামে এক ব্যক্তির কাছ থেকে ১০শতক জায়গা উদ্ধার করা হয়েছিল।

স্থানীয় সুত্র জানায়, পৌরসভার মেখলঘোণা এলাকায় সরকারি জায়গা অবৈধভাবে দখল করে একটি বসতঘরসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করছিল মাওলানা মোঃ ওসমান নামে এক ব্যক্তি। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ আজ (বুধবার) সকালে অভিযান চালিয়ে জায়গাটি উদ্ধার করেন।

জায়গা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ জানান, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন স্যারের নির্দেশনা মোতাবেক এ উচ্ছেদ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ১৭শতকের জায়গার বাজারমূল্য ১০লক্ষ টাকা।

-সিভয়েস/এসসি

হাটহাজারী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়