Cvoice24.com


বান্দরবানের রাজগুরু অধ্যক্ষ জ্ঞানপ্রিয় মহাথের মারা গেছেন

প্রকাশিত: ০৫:২৮, ১১ জুলাই ২০২০
বান্দরবানের রাজগুরু অধ্যক্ষ জ্ঞানপ্রিয় মহাথের মারা গেছেন

বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান রাজগুরু বৌদ্ধ বিহারের নবম অধ্যক্ষ উ ঞানাপিয়া জ্ঞানপ্রিয় মহাথের মারা গেছেন। শনিবার (১১ জুলাই) সকাল ৭টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্র জানা গেছে, গত ৫ জুলাই বান্দরবানের ঐতিহ্যবাহী রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ ঞানাপিয়া (জ্ঞানপ্রিয়) মহাথের হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামেরে ন্যাশনাল হসপিটাল পাঠানো হয়। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। 

বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহার কমিটির সদস্য সচিব কে এস মং মারমা জানান, দুপুরে অধ্যক্ষ জ্ঞানপ্রিয় মহাথের মরদেহ চট্টগ্রাম থেকে বান্দরবান আনা হবে। গত ২৮ মে রাজগুরু বৌদ্ধ বিহারের নবম অধ্যক্ষ হিসেবে জ্ঞানপ্রিয় মহাথের দায়িত্ব গ্রহণ করেন।

-সিভয়েস/এসএইচ

বান্দরবান প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়