Cvoice24.com


হাটহাজারীতে গণমাধ্যমকর্মীদের নিয়ে ইউএনওর বৃক্ষরোপণ

প্রকাশিত: ০৯:১৭, ১৪ জুলাই ২০২০
হাটহাজারীতে গণমাধ্যমকর্মীদের নিয়ে ইউএনওর বৃক্ষরোপণ

ছবি : সিভয়েস

উদ্ধারকৃত সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গা রক্ষার্থে গণমাধ্যমকর্মীদের নিয়ে বৃক্ষরোপণ করলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। এ সময় বিভিন্ন প্রজাতির একশত আমের চারা রোপণ করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে হাটহাজারী পৌরসভাধীন সন্দ্বীপপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এ ফলজ চারা রোপণ করেন তিনি।

ইউএনও রুহুল আমিন জানান, এক সময়ের অবহেলিত সন্দ্বীপপাড়া প্রাথমিক বিদ্যালয়কে নতুনভাবে সাজানো হয়েছে। বাতিঘর নামে শ্রেণীকক্ষসহ বিশাল জায়গায় খেলার মাঠ, নতুন ভবন নির্মাণ করা হয়েছে। বিদ্যালয় সংলগ্ন প্রায় দুই একর জায়গা অবৈধ দখলকারীদের কাছ থেকে  উদ্ধার করা হয়েছে। সেই উদ্ধারকৃত জায়গায় স্থাপনা নির্মাণের পাশাপাশি খালি অংশে ফলজ চারা গণমাধ্যমকর্মীদের নিয়ে রোপণ করছি এর একটাই কারণ প্রশাসনের অবর্তমানে যাতে কোনো দখলবাজ পুণরায় জায়গাগুলো দখল করতে না পারে।

রুহুল আমিন বলেন, গতবছরও হাটহাজারী থানার সামনে নির্মিত বক্সকালভার্টের পাশে গনমাধ্যমকর্মীদের নিয়ে ফলজ চারা রোপন করেছিলাম। যা এখনও আছে। তাই আশা করছি এগুলোও থাকবে। প্রশাসন ও গনমাধ্যমকর্মীরা সমন্বয়ে কাজ করলে কোন দখলকারীই সাহস করবে না জায়গা দখল করতে।

গণমাধ্যমকর্মীদের নিয়ে আরো ৪শ চারা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চারা রোপণ করবেন বলেও জানান তিনি।

-সিভয়েস/এসসি

হাটহাজারী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়