Cvoice24.com


করোনা ‘পজিটিভ’ বড় ভাই, হোম কোয়ারেন্টাইনে সৌরভ

প্রকাশিত: ১০:১৬, ১৬ জুলাই ২০২০
করোনা ‘পজিটিভ’ বড় ভাই, হোম কোয়ারেন্টাইনে সৌরভ

বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি করোনা ‘পজিটিভ’ হওয়ায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ভারতীয় ক্রিকেটের দাদা খ্যাত সৌরভ গাঙ্গুলি। স্নেহাশিস করোনা পজিটিভ হওয়ায় পুরো গাঙ্গুলি পরিবার হোম কোয়েরেন্টাইন মেনে চলছেন। বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন  স্নেহাশিস গাঙ্গুলি। 

সৌরভের ভাই বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) সচিব। তিনিও ক্রিকেটার ছিলেন। খেলেছেন রঞ্জি ট্রফিতে। স্নেহাশিসের দেহে করোনা শনাক্ত হওয়ায় কারা তার সংস্পর্শে এসেছিলেন সেটা খুঁজে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে সৌরভ গাঙ্গুলির পরিবারের সবাই তার সংস্পর্শে এসেছেন বলে জানা গেছে।

সিএবির এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‍বুধবার রাতে স্নেহাশিসের করোনা পরীক্ষায় ফল ‘পজিটিভ’ এসেছে এবং ভর্তি করা হয়েছে কলকাতার এক হাসপাতালে। সৌরভের বড় ভাই নিজেও সাবেক ক্রিকেটার।

এ ব্যাপারে সৌরভের কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে তার কাছের একজন পিটিআইকে বলেছেন, ‘বুধবার সন্ধ্যায় রিপোর্ট এসেছে। স্বাস্থ্যগত দিক থেকে সৌরভকেও হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। আসলে তার পরিবারের সবাই এখন কোয়ারেন্টিনে।’

স্নেহাশিসের হালকা জ্বর ছাড়া আর কোনও সমস্যা নেই। এরপরও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থাকে তেমনটাই জানিয়েছেন সিএবির এক কর্তা, ‘তিনি (স্নেহাশিস) কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। এখন জ্বর খুব একটা নেই। এছাড়া বাকি সব ঠিকই আছে।’

সৌরভের পরিবারের পাশাপাশি সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও রয়েছেন কোয়ারেন্টিনে। কারণ স্নেহাশিসের কাছাকাছি ছিলেন তিনিও। কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাবেক বিসিসিআই সভাপতি জাগমোহন ডালমিয়ার ছেলে, ‘হ্যাঁ, আমি কোয়ারেন্টিনে আছি।’

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ৪৮ বছর বয়সী সৌরভ জানিয়েছিলেন, তার পরিবারের মধ্যে সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে স্নেহাশিস। কারণ তাদের কারখানায় নিয়মিত যাতায়াত করা স্নেহাশিস অনেক মানুষের মধ্যে থাকেন সবসময়।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়