Cvoice24.com


কাল কাস্টমসের নিলামে উঠছে ১৬ গাড়ি, ১৫৬ লট পণ্য

প্রকাশিত: ১২:৩৩, ২২ জুলাই ২০২০
কাল কাস্টমসের নিলামে উঠছে ১৬ গাড়ি, ১৫৬ লট পণ্য

আটক ও বাজেয়াপ্ত হওয়া অথবা খালাস না হয়ে পড়ে থাকা পণ্যের নিলাম বসাবে চট্টগ্রাম কাস্টমস হাউজ। আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) ২৪৭ কনটেইনারের ১৫৬ লটের পণ্যের নিলাম অনুষ্ঠিত হবে। এ নিলামে ১৬টি বিলাসবহুল গাড়িসহ গার্মেস্টস এক্সেসোরিজ, ফেব্রিক্স, স্টিল আইটেম, সিরামিক ও পেপারসহ বিভিন্ন ধরনের পণ্যের নিলাম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউজ।

চট্টগ্রাম কাস্টমস হাউজের নিলাম শাখার উপ-কমিশনার ফরিদ আল মামুন বলেন, ‌'গত ১৬ জুলাই থেকে আজ (২২ জুলাই) পর্যন্ত শিডিউল বিক্রি হয়েছে। আগামীকাল দুপুর আড়াইটার দিকে আমাদের ঢাকা ও চট্টগ্রামে একযোগে নিলাম অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম কাস্টমস, চট্টগ্রাম ডিসি অফিস ও শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটের (ঢাকা দক্ষিণ) অফিসে একটি করে বক্স রাখা হয়েছে। সেখানে যে দরপত্রগুলো আগামীকাল (২৩ জুলাই) দুপুর ২টার মধ্যে জমা হবে, তা নিয়েই আমরা ৩০ মিনিট পর অর্থাৎ দুপুর আড়াইটায় নিলাম করবো।'

কেএম কর্পোরেশনের ব্যবস্থাপক মো. মোর্শেদুল আলম বলেন, ‘নিলামে অংশগ্রহণকারীরা নির্ধারিত তিনটি স্থানে রাখা বক্সে টেন্ডার জমা দিতে পারেন। এরপর নির্দিষ্ট সময়ে চট্টগ্রাম কাস্টমস হাউজের নিলাম শাখা এবং ঢাকা ভ্যাট কমিশনারেট কার্যালয়ে একযোগে টেন্ডার বক্স খোলা হবে। চট্টগ্রাম বন্দরে নিলামে অংশ নিয়ে অনেকে ঠকে যান। অনেকে নিলাম ডেকেও মাল খালাস নেন না। তাই বুঝে শুনে লটের নিলাম ডাকতে হবে।’

নিলামে কি কি থাকবে জানতে চাইলে তিনি বলেন, ‌'আগামীকালের নিলামে ২৪৭ কনটেইনারের ১৫৬ লটের পণ্যের নিলাম অনুষ্ঠিত হবে। এ নিলামে ১৬টি বিলাসবহুল গাড়িসহ গার্মেস্টস এক্সেসোরিজ, ফেব্রিক্স, টেক্সটাইল, হার্ডওয়ার, স্টিল আইটেম, সিরামিক ও পেপারসহ বিভিন্ন ধরনের পণ্য থাকবে। নিশান, টয়োটা, হিনো ও হোন্ডা ব্র্যান্ডের ১৬টি বিলাসবহুল গাড়ি থাকবে।'

সিভয়েস/এসবি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়