Cvoice24.com


প্রতীকীমূল্যে বিশ্বকলোনীতে জমি পেলো ত্রিশরণ বুদ্ধ বিহার

প্রকাশিত: ১৫:৪৮, ২৮ জুলাই ২০২০
প্রতীকীমূল্যে বিশ্বকলোনীতে জমি পেলো ত্রিশরণ বুদ্ধ বিহার

প্রধানমন্ত্রীর সহায়তায় প্রতীকীমূল্যে বিশ্বকলোনীতে জমি ক্রয় করলো ত্রিশরণ বুদ্ধ বিহার। মঙ্গলবার (২৮ জুলাই) বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ বিহার ১১ বছর পরে কৈবল্যধাম হাউজিং এস্টেটে জমি রেজিস্ট্রি সম্পন্ন করে।

এ বিহার কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সজল কান্তি বড়ুয়া বলেন, ‘আমরা গত ২০০৯ সালে এ বুদ্ধ বিহার প্রতিষ্ঠা করে গৃহায়ণ অধিদপ্তর থেকে শুরু করে সচিবালয় ও মন্ত্রণালয় হয়ে এই জমি ক্রয় করেছি। এই জমির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ও গণপূর্ত মন্ত্রীর সহযোগিতাও পেয়েছি। বহু চড়াই উতরাই পাড়ি দিয়ে আমরা এই জমিটি সরকারের প্রতিটি মূল্যে এক বছর আগে ক্রয় করেছিলাম। আজ (মঙ্গলবার) জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এবার আমরা বিহার নির্মাণের কাজ শুরু করব।’

বিহার কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জীবন বিকাশ বড়ুয়া বলেন, ‘আমাদের এই বিশ্ব কলোনি এলাকা সহ আশেপাশের এলাকায় প্রায় একশত বৌদ্ধ পরিবার আছে। আজকের এ রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ায় এখানকার বৌদ্ধ ধর্মাবলম্বীরা সত্যি আনন্দিত। এ জমি ক্রয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে বিহার কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়