Cvoice24.com


রাত পোহালে ঈদ. পশু কিনতেই হবে এমন প্রতিজ্ঞা বলে

প্রকাশিত: ১০:০১, ৩১ জুলাই ২০২০
রাত পোহালে ঈদ. পশু কিনতেই হবে এমন প্রতিজ্ঞা বলে

ছবি : সিভয়েস

রাত পোহালে কোরবানির ঈদ। ঈদের আগের দিন আজ (বৃহস্পতিবার) পশু কিনতেই হবে এমন প্রতিজ্ঞাবলে ক্রেতাদের সমাগম ঘটেছে হাটে। অন্যদিকে উপজেলায় আজকের নির্ধারিত হাট বাজার ছড়াও মৌসুমি বেপারিদের কাছেও ছুটছেন ক্রেতারা। তবে গরুর দাম বেশি হলেও মানুষ সেই দিকে লক্ষ্য না করে যার যার পছন্দের কোরবানির পশু কিনতে দেখা গেছে।

শুক্রবার (৩১ জুলাই) উপজেলার বিভিন্ন হাটে এমন চিত্র দেখা গেছে।

গরু ক্রয় করতে আসা মোহাম্মদ সাইমন বলেন,আজতো গরু নিতেই হবে। সময়তো আর নেই। তাছাড়া গরু লালন পালনে অনেক ঝামেলা। তাই প্রতিবছর ঈদের একদিন আগে গরু কিনে থাকি। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর গরুর শূণ্যতা ও দ্বিগুণ দাম।
 
গরু বেপারি মোহাম্মদ হারুন বলেন, করোনাকালীন সময়েও অনেক গরু এনেছিলাম বিক্রির জন্য। সামান্য লাভে গরু বিক্রি করে দিচ্ছি। কারণ গরু থেকে গেলে তা নিয়ে আবার লালন পালনে নতুন করে খরচ গুনতে হবে।

-সিভয়েস/এসসি

ফটিকছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়