Cvoice24.com


বাবরি মসজিদের স্থানে রাম মন্দিরের ভিত্তি স্থাপন করবেন মোদি

প্রকাশিত: ০৭:৩০, ৫ আগস্ট ২০২০
বাবরি মসজিদের স্থানে রাম মন্দিরের ভিত্তি স্থাপন করবেন মোদি

ভারতের উত্তরপ্রদেশের অযোদ্ধায় বহুল আলোচিত ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৫ আগস্ট) বিকেলে হিন্দুদের দেবতা রামের নামে নির্মাণাধীন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

অযোদ্ধার বিতর্কিত এই স্থান নিয়ে হিন্দু ও মুসলিমদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে; উভয় সম্প্রদায়ই স্থানটির মালিকানা দাবি করে। ষোড়শ শতকে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদে ১৯৯২ সালে হামলা চালিয়ে ধ্বংস করে ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা। তারা বলছেন, এটা মূলত তাদের অন্যতম শ্রদ্ধেয় দেবতা রামের মন্দির ছিল।

কয়েক দশকের বেশি সময়ের আইনি লড়াইয়ের পর গত বছর দেশটির সুপ্রিম কোর্ট অযোদ্ধার বিতর্কিত এই স্থানের মালিকানা হিন্দুদের বলে রায় দেন। এছাড়া মসজিদ নির্মাণ করার জন্য শহরের অন্য একটি এলাকায় মুসলিমদের ভূমি দেয়ার নির্দেশ দেন আদালত।

যে পরিকল্পনা নেয়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোদ্ধার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করবেন আজ। তিনি এই মন্দিরের স্থানে রূপার তৈরি ইট স্থাপনের মাধ্যমে এই কাজের উদ্বোধন করবেন।

মোদির মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের এই দৃশ্য পুরো অযোদ্ধার বিভিন্ন প্রান্তে বিশাল স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে। এ সময় উত্তরপ্রদেশের হাজার হাজার রামভক্ত উপস্থিত থেকে মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধনী দেখবেন বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রতি মুহূর্তে এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের হালনাগাদ তথ্য প্রকাশ ও প্রচার করবে, টেলিভিশন চ্যানেলগুলোও সরাসরি সম্প্রচার করবে।

সোনা, রূপার ইট, মুদ্রা ও বারে রাম মন্দিরের ভিত্তি

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, মন্দিরের নির্মাণকাজে ব্যবহার করার জন্য সারা দেশ থেকে রাম ভক্তরা রূপা ও সোনার মুদ্রা, বার এবং ইট তৈরি করে পাঠিয়েছেন। এসব মূল্যবান ধাতব মুদ্রা পাহাড়া দেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়া বলছে, গত কয়েক বছর ধরে ভক্তদের পাঠানো দেবতা ‘শ্রী রাম’র নাম খোদাইকৃত ২ লাখের বেশি ইট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে ব্যবহার করা হবে। প্রস্তাবিত মন্দিরের প্রধান নকশাকারী চন্দ্রকান্ত সম্পুরা দেশটির সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে বলেছেন, ভারতের উত্তরাঞ্চলের জনপ্রিয় ধাঁচের মন্দির নির্মাণ শৈলী নাগারার অনুকরণে মন্দিরের কাঠামো নকশা করা হয়েছে।

মন্দিরের অভ্যন্তরে প্রাথমিকভাবে দেবতাদের মূর্তি রাখা হয়েছে। মন্দিরের ভেতরে থাকবে বিশালাকারের তিনটি মেঝে। পাঁচটি গম্বুজ ও ৩৬৬টি স্তম্ভের ওপর গড়ে ওঠবে এই স্থাপনা। সম্পুরা বলেন, মন্দির আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন; তাদের সম্মানে একটি স্মৃতি প্রাচীর নির্মাণ করা হবে।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়