Cvoice24.com


লেনদেনের সময় বাড়লো শেয়ারবাজারে

প্রকাশিত: ১৪:৩৫, ৬ আগস্ট ২০২০
লেনদেনের সময় বাড়লো শেয়ারবাজারে

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) লেনদেনের সময় বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ আগস্ট থেকে লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। এ সময়সূচি পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অব্যাহত থাকবে।

সময়সূচী পরিবর্তনের কারণ জানতে চাইলে সিনিয়র অফিসার তানিয়া বেগম বলেন, 'ইনভেস্টরসহ সবার অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। করোনা সংক্রমণে রোধে ও ঈদের ছুটি সংক্রান্ত কারণে বেশ কিছুদিন শেয়ার বাজারের কার্যক্রম অনেকটা থেমে গিয়েছিল। তাই ইনভেস্টর সহ শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত সকলের অনুরোধে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সময়সূচী পরিবর্তন করে ৩০ মিনিট বর্ধিত করা হয়েছে। বলা যায়, পুজিঁবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সিভয়েস/এসবি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়